Posts

Showing posts from July, 2018

চ্যালেঞ্জ

Image
Twitter নিয়ে আমি বেশ আশাবাদী। তবে এদেশে গ্রহণযোগ্যতার দিক দিয়ে টুইটার ফেসবুকের ধারেকাছেও নেই। ঠিক করেছি Twitter Marketing এর উপর প্রশিক্ষণ দেব। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত সেই টাকা দিয়েই নিচের ছবির বইটা কিনবো।  বইটা আমি যেকোনো সময়ই কিনতে পারি, আমার ব্যবসায়ের আয়ের টাকা দিয়ে। কিন্তু Twitter Marketing প্রশিক্ষণের অর্থ দিয়েই বইটা কিনতে চাচ্ছি। আসলে এটা একটা চ্যালেঞ্জ। যদি টুইটারের উপর প্রশিক্ষণ দিয়ে টাকা আয় করতে পারি। তাহলে বইটা কিনবো, নইলে কিনবো না। জীবনে কখনো কখনো চ্যালেঞ্জ আনন্দ দেয়, শক্তি জোগায়। "If you challenge yourself, you will grow. Your life will change. Your outlook will be positive. It's not always easy to reach your goals but that's no reason to stop. Never say die. Say to yourself, 'I can do it. I'll keep on trying until I win.' -Richard Branson, Book: Screw it, Let's do it. (Page 39). Tazul Islam Masud, Entrepreneur, Founder of "Time 2025"