Posts

Showing posts from August, 2018

Tony Stark আমারও খুব প্রিয় একটি চরিত্র

Image
[ Tony Stark] কল্পকাহিনী Iron Man এর প্রধান চরিত্র Tony Stark আপনাদের অনেকেরই পছন্দ। যদিও চরিত্রটা একেবারেই কাল্পনিক, তারপরও চরিত্রটা আমারও প্রচন্ড পছন্দের।  টনির বৈশিষ্ট্যগুলো অন্যরকম। সে শুধু একজন Iron Man নামের সুপারম্যানই নন। সে একজন সফল ব্যবসায়ী, যে তার বাবাকেও ব্যবসায়ে ছাড়িয়ে গেছেন। সে একজন অসাধারণ প্রযুক্তিবিদ, দিনের বিরাট একটি সময় কাটায় প্রযুক্তি নিয়ে, কখনো কখনো নির্ঘুম রাতও কাটান। প্রচুর জ্ঞানী, পড়াশুনা করেন প্রচুর। তবে টনি অহংকারী, অবশ্য জিনিয়াসদের সাথে অহংকারটা যেতেই পারে। অহংকার জিনিয়াসদেরই মানায়। হাবিজাবিদের মানায় না। পার্টিতে গেলে দেখা যায় কিছুকিছু চলচ্চিত্র অভিনেত্রী অদ্ভুত ভাব নিয়ে গম্ভীরভাবে নায়িকা নায়িকা বেশে ঘোরাঘুরি করে। কিন্তু বাস্তবে এরা সিনেমায় খালার রোলও পায়না। পিছনে দারিয়ে চিৎকার করে "আল্লাগো....বাজান তুই কই..." এই টাইপের মাত্র একটা ডায়লগ দিয়েই শেষ তার অভিনয়। অহংকার এদের জন্যে না। অহংকার হচ্ছে জিনিয়াসদের জন্যে। হ্যা, অহংকার খারাপ জিনিষ, আল্লাহ নিজেও অহংকারীকে অপছন্দ করেন। তবে জিনিয়াসরা সমাজের জন্যে এত অবদান রাখেন, এদের অহংকারকে কিছুটা সাপোর্ট করি।