Posts

Showing posts from September, 2018

Internet Entrepreneur জ্ঞানের জন্যে ইন্টারনেটই যথেষ্ট

Image
[এক] আমার কাছে Elon Musk কে খুব ভালো লাগে। ইলোন মাস্ক শুধু সফল Entrepreneur ই নন, উনি একজন সফল রকেট সায়েন্টিস্ট। উনি এমন রকেট বানালেন, যেটা পুনরায় আবারও মহাকাশে পাঠানো যাবে। মজার বিষয় হচ্ছে রকেট সাইন্সের বিষয়ে উনার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলোনা, তবে উনি বাসায় বই পড়ে, ইন্টারনেট ঘাটাঘাটি করে রকেট সায়েন্টিস্ট হবার জ্ঞান অর্জন করেছেন। আজ তার রকেট সফল, তিনি সফল। বই আর নেট ঘেটে যদি রকেট সাইন্টিস্ট হওয়া যায়, তাহলে বই আর নেট ঘেটে কেন Internet entrepreneur হওয়া যাবেনা? [ দুই] আমরা ২০১৮ সালে আছি। এখন নেট সস্তা, ডিভাইস সস্তা, নেটে প্রচুর কন্টেন্ট, ভিডিও পাওয়া যায়। যা আমরা ২০০১ এ পাইনি। ২০০১ এর দিকে কম্পিউটার বিষয়ক ভালো তথ্য জানতে আমাদের অপেক্ষা করতে হতো "কম্পিউটার জগৎ" ম্যাগাজিনের জন্যে। এখন এক ক্লিকে প্রচুর তথ্য পাচ্ছেন। আপনি কোন লাইনে এক্সপার্ট হতে চান, সেই লাইনের ভিডিও দেখে আপনি নিজেনিজে প্রশিক্ষিত হতে পারবেন। এরজন্যে বাড়তি প্রশিক্ষণের তেমন দরকার নেই। সফল Entrepreneur বা উদ্যোক্তা হবার জন্যে বিদেশ পড়তে যাওয়াটাও Useless.  ইউরোপীয় দেশগুলোতে পড়তে যাবেন? ওখানে গেলে ব্যয়বহুল জীবনের প্