Posts

Showing posts from March, 2019

মাওলানা ছায়ীদুল হকের আরেকটি পরিচয়

Image
মাওলানা ছায়ীদুল হক গত ২৫ শে ফেব্রুয়ারী ২০১৯ এ, আমার আব্বার মৃত্যুবার্ষীকি ছিলো, সেইদিন রাতে খবর পাই মাওলানা ছায়ীদুল হক আংকেল আমাদের মাঝে আর নেই, খবরটা শুনে খুব খারাপ লাগলো। এইরকম একজন তরতাজা ভালো মানুষ চলে যাবে বুঝতেই পারিনি। আমি একসময় কোয়ান্টামে প্রচন্ড নিয়মিত ছিলাম, প্রোমাস্টার মাসিক প্রোগ্রামের সময় খুজতাম মাওলানা ছায়ীদুল হক কোথায় আলোচনা করবেন। সেখানে চলে যেতাম। উনি আলোচনা করতেন সম্পুর্ন নিজস্ব ঢঙে। এই মানুষটার আলোচনায় বুঝাই যেত উনি যা বলছেন, নিজস্ব অভিজ্ঞতা থেকেই বলছেন। শ্রদ্ধেয় গুরুজী এবং শ্রদ্ধেয়া মাজীর পর যেই মানুষটার আলোচনা আমাকে আটকে রাখতে পারতো, উনি মাওলানা ছায়ীদুল হক। এরপরে আব্দুল্লাহ জুবাইর, আল্লামা শমশের আলি এবং জেসমুল হাসান। এদের আলোচনায় আমার কখনই ঘুম আসেনা। তবে আমাদের দেশের বুদ্ধিজীবিদের আলোচনা শুনলে ঘুম পায়, যার জন্যে আমি কোনও মুক্ত আলোচনা প্রোগ্রামে যাইনা। মাওলানা ছায়ীদুল হক আংকেলকে আমরা সাধারনত চিনি, উনি কোয়ান্টাম ফাউন্ডেশনের আলোকায়ন সাদাকায়নে আলোচনা করেন, যাতে থাকে ধর্মীও আবহ। কিন্তু তার আছে আরেকটি ভিন্ন পরিচয়, উনি খুব সুন্দর ব্যবসায়ীক আলোচনা করতে পারতেন।