Posts

Showing posts from June, 2018

কোয়ান্টাম জালালি প্রোগ্রামে নিয়মিত হন

Image
প্লিজ জালালি প্রোগ্রাম মিস দেবেন না =================== (এক) আমি কোয়ান্টাম গ্রাজুয়েট থাকাকালীন কখনই প্রজ্ঞা জালালি মিস দিতামনা। একবার আমার মাকে হাসপাতালে ভর্তি করা হলো, বোন-টিবির জন্যে। হাসপাতালে ভর্তির পর নানা সমস্যা দেখা দিলো, বড় সমস্যা ছিলো হাসপাতাল ভয়াবহ কমার্শিয়াল আচরন করতে শুরু করলো। পানির মতো টাকা খরচ হচ্ছে। এরমধ্য প্রজ্ঞা জালালির দিন চলে আসলো, আমি এবার ভাবতে লাগলাম, "থাক প্রতিবারইতো প্রজ্ঞা জালালিতে যাই, এইবার না হয় মিস দেই, মায়ের পাশেই থাকি, মায়ের সেবা করি। এটাইতো অনেক বড় ইবাদত।" অর্থাৎ মোটামুটি ঠিক করে ফেললাম, এবার মনে হয় যাচ্ছিনা প্রজ্ঞা জালালি প্রোগ্রামে। প্রজ্ঞা জালালি প্রোগ্রাম যেদিন হবে, সেদিন ভোরে খবর পেলাম আম্মার ব্যাথাটা অনেক বেড়েছে। আম্মার কাছে আমার বোন থাকে, ছোট খালা থাকে। আব্বা হাসপাতালে যাবার প্রস্তুতি নিচ্ছিলো, আমি আব্বাকে বললাম, "আমি প্রজ্ঞা জালালিতে যাচ্ছি।" আব্বা কিছুটা আহত হলেন, বললেন,"আজ না গেলে হয়না?" আমি আব্বাকে বললাম, "না আমাকে যেতেই হবে।" আমার সিদ্ধান্ত চেঞ্জ করলাম, কারন যখন শুনলাম আম্মার ব্যাথাটা বেড়ে

অালস্যে দুগর্তি, ব্যস্ততায় সুখ

Image
(টপিক : অালস্যে দুগর্তি, ব্যস্ততায় সুখ এই লেখাটি আলোকায়ন কার্যক্রম নামের একটি প্রোগ্রামের জন্যে স্ক্রিপ্ট হিসেবে তৈরী করা হয়েছিলো। আমার লেখা এই স্ক্রিপ্টটা আজ এই ব্লগে পাব্লিশ করলাম।) ========== [সালাম এবং সুচনা বক্তব্য] প্রথমেই এই ব্যাপারে ধর্মীয় উক্তিগুলো আমরা জেনে নেই। [প্লিজ add ধর্মীয় বাণী,  পয়েন্ট আলস্যের বিপক্ষে।] আপনারা জেনেছেন ধর্ম অলসতার কুফল আর ব্যস্ততার সুফল এর ব্যাপারে ধর্ম যা যা বলেছে। এখানে যারা এক আধটু অলস আছেন, তারা হয়তো ভাবছেন, এইরে শুরু হলো বুঝি আমাদের একেরপর এক দোষারোপ। ঘাবড়াবেননা। আমরা আজ কিছুটা অলসদের পক্ষই নেব। আমরা অধিকাংশই অলস খুব বাস্তব কিছু কারনে। সেগুলো আপনি ধরতে পারলে আপনিও নিজের অজান্তেই ব্যস্ত মানুষের তালিকায় নিজের নাম লেখাতে পারবেন। ব্যস্ত আর অলসদের মধ্যে মজার মিল আছে। মিলটা হচ্ছে, ব্যস্তরাও জানে " অালস্যে দুগর্তি, ব্যস্ততায় সুখ" আর অলসরাও জানে " অালস্যে দুগর্তি, ব্যস্ততায় সুখ"।  ৯৯% অলসরাই ব্যস্ততার গুরুত্ব বুঝতে পেরেও তারা ব্যস্ত থাকতে পারেনা।  পরিশ্রম করতে হবে, ব্যস্ত থাকতে হবে। এমন ভাবার পরও আমরা অনেকেই আলস্য আর দীর