Internet Entrepreneur জ্ঞানের জন্যে ইন্টারনেটই যথেষ্ট

[এক]
আমার কাছে Elon Musk কে খুব ভালো লাগে।ইলোন মাস্ক শুধু সফল Entrepreneur ই নন, উনি একজন সফল রকেট সায়েন্টিস্ট। উনি এমন রকেট বানালেন, যেটা পুনরায় আবারও মহাকাশে পাঠানো যাবে। মজার বিষয় হচ্ছে রকেট সাইন্সের বিষয়ে উনার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিলোনা, তবে উনি বাসায় বই পড়ে, ইন্টারনেট ঘাটাঘাটি করে রকেট সায়েন্টিস্ট হবার জ্ঞান অর্জন করেছেন। আজ তার রকেট সফল, তিনি সফল।বই আর নেট ঘেটে যদি রকেট সাইন্টিস্ট হওয়া যায়, তাহলে বই আর নেট ঘেটে কেন Internet entrepreneur হওয়া যাবেনা?

[দুই]
আমরা ২০১৮ সালে আছি। এখন নেট সস্তা, ডিভাইস সস্তা, নেটে প্রচুর কন্টেন্ট, ভিডিও পাওয়া যায়। যা আমরা ২০০১ এ পাইনি। ২০০১ এর দিকে কম্পিউটার বিষয়ক ভালো তথ্য জানতে আমাদের অপেক্ষা করতে হতো "কম্পিউটার জগৎ" ম্যাগাজিনের জন্যে। এখন এক ক্লিকে প্রচুর তথ্য পাচ্ছেন।আপনি কোন লাইনে এক্সপার্ট হতে চান, সেই লাইনের ভিডিও দেখে আপনি নিজেনিজে প্রশিক্ষিত হতে পারবেন। এরজন্যে বাড়তি প্রশিক্ষণের তেমন দরকার নেই।সফল Entrepreneur বা উদ্যোক্তা হবার জন্যে বিদেশ পড়তে যাওয়াটাও Useless. ইউরোপীয় দেশগুলোতে পড়তে যাবেন? ওখানে গেলে ব্যয়বহুল জীবনের প্রয়োজন মেটাতে আপনাকে পড়াশুনার পাশাপাশি কলুরবলদের মতো খাটতে হবে। এতে আপনি মেধাবিকাশের আগ্রহ দিনকেদিন কমতে থাকবে। আপনি তখন নিজের অজান্তেই ২য় অথবা ৩য় শ্রেনীর নাগরিকে পরিণত হবেন।তবে আপনি যদি বিদেশি ভালো কোম্পানিতে চাকুরী করার স্বপ্ন দেখেন, তাহলে বিদেশ পড়তে যেতে পারেন।তবে Entrepreneur হতে চাইলে ইন্টারনেটের মাধ্যমেই আপনি বিশ্বজ্ঞানকে হাতের মুঠোয় আনতে পারবেন।

[তিন]
হয়তো বলবেন, ভাই আমার কম্পিউটার নাই, নেট নাই।হতেই পারে। তবে এটা তেমন বাধা না।আমি বর্তমানে ল্যাপটপ ব্যবহার করছি। আমার বাসায় ওয়াইফাই এর সংযোগ আছে।কিন্তু তিন বছর আমি কাটিয়েছি, কম্পিউটার ছাড়া, ওয়াইফাই ছাড়া।আমি ইন্টারনেট ব্রাউজিং করতাম ২৯৯০ টাকা দামে কেনা সাধারণ সিম্ফনি এড্রুয়েট মোবাইলে। কখনো এমবি কিনতাম, কখনো ফ্রি ফেসবুক চালাতাম। শেখার কাজ নিয়মিত করতাম, তখনকার ই-ক্যাব প্রেসিডেন্ট Razib Ahmed স্যারের সাজেস্ট করা ব্লগ গুলো পড়তাম, পোস্টগুলো পড়তাম।আসলে শেখার আকুতি থাকলে ডিভাইস বাধা হয়ে দাঁড়ায় না।আপনি Internet entrepreneur হতে চাইলে নিয়মিত জ্ঞানার্জন শুরু করুন আজই।
Tazul Islam Masud,
Entrepreneur,
Founder of "Time 2025"


Tazul Islam Masud

Comments

Popular posts from this blog

পথে নামলে পথই পথ দেখায়

ক্যারিয়ার বান্ধব মেডিটেশন মনছবি

মাওলানা ছায়ীদুল হকের আরেকটি পরিচয়