দুই বিলিওনিয়ারের জীবনীতে মুক্তোর সন্ধানে


রিচার্ড ব্রানসন Richard Branson
আমরা অনেকেই মাসুদ রানা সিরিজ পড়েছি এডভেঞ্চারের কাহিনীর জন্যে।
সেই মাসুদ রানা, যিনি টানে কিন্তু বাধনে জড়ায় না। চির তরুন মাসুদ রানা।
আবার আমরা কেউকেউ বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল জীবনে সফলদের জীবনি গ্রন্থ পড়েছি। কারণ জীবনী গ্রন্থ জীবনে চলার পথকে সহজ করে দেয়।
আমরা কিছু মানুষ ব্যবসায়ীক কৌশলগুলো আরও আয়ত্ব করার জন্যে পড়ি ব্যবসায়ীক বই। এই বইগুলো ব্যবসায়ে সৃজনশীলতা বাড়াতে অনেক সহায়তা করে।
আমার কাছে রিচার্ড ব্রানসনের Autobiography গুলোকে মনে হয় 3-in-1. অর্থাৎ একের ভিতরে তিন।
একের ভিতর এক স্বাভাবিক।
একের ভিতর দুই, আনন্দের। বোনাস পেতে কার না ভালো লাগে।
আর একের ভিতর তিন? আনন্দই আনন্দ।
রিচার্ড ব্রানসন এর আত্মজীবনী গুলো আসলেই 3-in-1.
এডভেঞ্চার প্রিয় ব্রানসন কখনো বেলুনে ভেসে উঠে যান ৯০০০ ফুট উঁচুতে, কখনো উত্তাল সমুদ্রের বুকে স্কেটিং। এতে উনি অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন।
তার আসল এডভেঞ্চারের বর্ননা পড়ে রীতিমতো রোমাঞ্চ অনুভব করি।
ব্যবসা উত্থানের সময়ও উনি এডভেঞ্চারে, পতনের সময়ও উনি এডভেঞ্চারে। যেন এটা বিরতিহীন।
৬৮ বছর বয়সেও ধরে রেখেছেন নিজের ফিটনেস। এখনো বেড়িয়ে পড়েন এডভেঞ্চারে।
উনি একজন বিলিওনিয়ার। ব্যবসায়ে অনেক চড়াইউতরাই পেরিয়ে একপর্যায়ে এসেছেন। ব্যবসায়ীক অনেক বিষয় শেখারও আছে উনার জীবনে।
তার বাস্তবজীবনে অনেক ঘটনাবলী আমাদের জীবনের শিক্ষাও দেয় কিছুটা।
রিচার্ড ব্রানসনের মুল আত্মজীবনী দুটো।
তার শুরুর জীবন থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ঘটনা পাবেন Losing my Virginity বইতে। এরপরের ঘটনাগুলো পাওয়া যাবে Finding my virginity বইতে।
আমি এখনো প্রথমটি Losing my virginity শেষ করিনি। প্রথমটা শেষ এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে।


ইলন মাস্ক Elon Musk
ইলন মাস্কের কথা বলতে গেলে বলতে হয়, পৃথিবীতে প্রযুক্তিতে তাক লাগিয়েছিলেন টমাস আলভা এডিসন। এরপরে স্টিভ জবস। বর্তমানে তাক লাগাচ্ছেন ইলন মাস্ক।
গুগলে ইউটিউবে সার্চ দিলে উনার উপর প্রচুর লেখা ভিডিও পাবেন।
আমি এখনো উনার বায়োগ্রাফিটা পড়া শুরু করিনি। তবে উনার উপর জীবনীভিত্তিক ভিডিও দেখেছি কয়েকটা।

দুটো বই
আজ কিনে আনলাম Finding my virginity এবং Elon Musk বই দুটো।
সম্ভবত এদুটোই এই বছর কেনা আমার শেষ বই।
আসলে সফল ব্যবসায়ীদের জীবনীতে প্রচন্ড ইতিবাচক অনুরণন থাকে।
আর জীবনী মানেই ঘটনা। আর ঘটনা যত পড়া যায়, শাণিত হয় কল্পনাশক্তি।
"কল্পনা জ্ঞানের চেয়েও শক্তিশালী।" এটাতো আলবার্ট আইনস্টাইন বলেই গেছেন।
যাক এতক্ষণ মনোযোগ দিয়ে লেখাটা পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
Tazul Islam Masud,
Entrepreneur,
Founder of
Time 2025 & Time 2.0

Comments

Popular posts from this blog

পথে নামলে পথই পথ দেখায়

ক্যারিয়ার বান্ধব মেডিটেশন মনছবি

মাওলানা ছায়ীদুল হকের আরেকটি পরিচয়