Robot 2.0 Bangla Review

Akskay Kumar is playing role as a Crow Man

Robot 2.0 রিভিউ
============
আমার কাছে Robot মুভির চেয়ে Robot 2.0 বেশি ভালো লেগেছে।
অক্ষয় কুমারের আধিভৌতিক উত্থান কাহিনীর দুর্বল অংশ হলেও, মুভিজুড়ে খুব সুন্দর একটি মেসেজ ছিলো, যা প্রতিটি বিবেকবান মানুষকে নাড়া দেবেই।
মোবাইল ফোন এ মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে কমে যাচ্ছে পাখির সংখ্যা। যা আমাদের পরিবেশের জন্যে অন্তত্য হুমকিস্বরূপ। কারন পাখী কমে গেলে কীটপতঙ্গ বেড়ে যাবে। কীটপতঙ্গ যত বাড়বে সবুজ পাতা তত কমবে।
অক্ষর কুমারের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছে।
রজনীকান্ত অসুস্থতা নিয়ে অভিনয় করেছে। তারপরও তারও অভিনয় ভালো লেগেছে।
মুভির একশন অসাধারণ। শেষের দিকে মাইক্রো রোবট 3.0 এর আগমন আমাদের চমকে দেয়।
এমি জেকসনকেও মুভিতে ভালো লেগেছে। তবে এমি জেকসনকে পুতুল পুতুল মনে হয়েছে।
যাইহোক আমি আশাকরি এই মুভির মেসেজ আমাদের দেশও কাজে লাগাবে।
আসুন অতিরিক্ত মোবাইল ফোনে কথা বলা থেকে আমরা বিরত থাকি।
ধন্যবাদ।

Tazul Islam Masud,
Entrepreneur,
Founder of
Time 2025

Comments

Popular posts from this blog

পথে নামলে পথই পথ দেখায়

ক্যারিয়ার বান্ধব মেডিটেশন মনছবি

মাওলানা ছায়ীদুল হকের আরেকটি পরিচয়